বুধবার, ২ মার্চ, ২০১৬

ফাউন্ডেশনের কার্যকারিতা

ফাউন্ডেশনের কার্যকারিতা

ফাউন্ডেশন একটি বিল্ডিং বা কাঠামোর জন্য অনেক গুরুত্বপুর্ণ। কিন্তু কেন এই ফাউন্ডেশন ? এটি না করলে কি হতো ? আসুন ফাউন্ডেশনের কার্যকারীতা সম্পর্কে কিছু জানি
  • ভার বহনের তিব্রতা কমানোর জন্য। যেমন ধরুন একটি কলামে লোড আসলো ৩৮৪ কিলো পাউন্ড। এবং এই কলামের সাইজ ধরে নিলাম ১৬ ইঞ্চি এবং ১২ ইঞ্চ। এখন তাহলে কলামের ক্ষেত্রফল ১৬ X ১২ = ১৯২ বর্গ ইঞ্চ। তাহলে প্রতি বর্গ ইঞ্চিতে লোড আসলো ৩৮৪/১৯২ = ২ কিলো পাউন্ড বা ২০০০ পাউনড। এখন এই লোড যদি সরাসরি মাটির উপর দেয়া হয়, তাহলে মাটি সেই লোড নিতে পারবে না। কলাম মাটি ভেদ করে বা ছিদ্র করে নিচে চলে যাবে। ধরি মাটির বিয়ারিং ক্যাপাসিটি ২ টি.এস.এফ বা ২ X ২০০০ = ৪০০০ প্রতি বর্গ ফুটে বা  ৪০০০/১৪৪ = ২৮ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চিতে। সুতরাং এখানে দেখতে পাচ্ছি যে মাটির ক্ষমতার চেয়ে কলামের অর্পিত  বিল্ডিং এর লোড ২০০০/২৮ = ৭২ গুন বেশি। সুতরাং এই তিব্রতা কমানোর জন্য কলামের সাইজ ৭২ গুন বাড়িয়ে দিতে হবে। তাই ফাউন্ডেশনের আকার হবে ৭২ X ১৯২ = ২৩০৪ বর্গ ইঞ্চ বা ২৩০৪/১৪৪ = ১৬ বর্গফুট।
  • সমভাবে লোড ছড়ানো। যেমন ধরুন দুইটি কলাম আছে এবং একটি কলামের লোড অপেক্ষা অন্য কলামের লোড বেশি। কম্বাইন ফাউন্ডেশন এ এই দুইটি কলামের লোড একটি ফাউন্ডেশনের মাধ্যমে সমভাবে ছড়িয়ে দেয়া হয়। অথবা একাধিক কলামের বিভিন্ন লোড ম্যাট ফাউন্ডেশনের মাধ্যমে মাটিতে সমভাবে ছড়ানো হয়, যদিও বিভিন্ন কলামের লোড বিভিন্ন হয়।
  • ফাউন্ডেশন একটি সমান পাটাতন তৈরি করে যার উপর কাঠামোটি দাড় করানো হয়। 
  • এটি কাঠামোকে মাটির সাথে আটকে রাখে। যাতে করে আনুভুমিক লোড (ভুমিকম্প, বাসাতের লোড বা কম্পনের) এর কারণে কাঠামোটি সরে না যায়
  • কাঠামোর তলার মাটিকে সরে যাওয়া থেকে রক্ষা করে। এতে করে কাঠামো ঝুকি মুক্ত হয়।
·          
·         TAUSIF
·             USEAT MOGNAMA

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি


রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি

10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
উপরে যে কনভার্ট সিস্টেম
দেয়া হয়েছে, এর
প্রতিটি যদি আপনার
জানা থাকে তাহলে বাস্তবে কাজ
করা আপনার জন্য অনেক সহজ
হয়ে যাবে। যেমন,
ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের
আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m
এ। আবার বাংলাদেশে সাধারন
লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জাপা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet - 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা হয় , , , ,

এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 531,36 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।

ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ই. টি. পি)

ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ই. টি. পি) , পানি শোধণের জন্য খুব গুরুত্বপুর্ণ। টেক্সটাইল, টেনারি, ক্যামিক্যাল, ফার্মাসি , ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য এটি বাধ্যতামুলক। পরিবেশবাদীরা এখন এই বিষয় নিয়ে বেশ সক্রিয়।

এই প্লান্ট ধাপে ধাপে কিভাবে কাজ করে তা নিচে দেখানো হলো।

বর্জ্য পানি বিভিন্ন জায়গা থেকে
প্রাথমিক ফিল্টার
ঠান্ডাকরণ এবং মিশ্রণ
এসিড বা ক্ষার দিয়ে নিষ্ক্রিয় করণ
ক্যামিকেল কো-অগুলেশন
তৈল/চর্বি স্থিতিকরণ ও আলাদাকরণ
প্রেসার ফিল্টার
মুক্ত করা বা বের করে দেওয়া

নিচে ধাপগুলির সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হলো

প্রাথমিক ফিল্টার: এই ধাপে পানির সাথের কোন সলিড বা শক্ত আবর্জনা থাকলে তা বেছে ফেলে দেয়া হয়।

ঠান্ডাকরণ ও মিশ্রণ : ফ্যানের সাহায্যে বিভিন্ন ধরণের বর্জ্য পানি একসাথে মেশানো হয় ও বাতাস দিয়ে ঠান্ডা করা হয়

নিষ্ক্রিয়করণ : ঠান্ডা হওয়ার পর এই পানিকে নিউট্রালাইজেশন ট্যাংক এ পাম্প এর সাহায্যে পাঠানো হয়, এই ট্যাংকের মধ্যে এসিড বা ক্ষার দিয়ে নিষ্ক্রিয করা হয়। পি.এইচ মিটার দিয়ে এর মাণ নির্ণয় করা হয়।

কো-অগুলেন্ট: এই পদ্ধতিতে পানিকে কিছুটা জেল এর মত অবস্থায় নেয়া হয়।

সেটল ট্যাংক বা স্থিতিকরণ: বিভিন্ন ধরনের তেল,চর্বি, জিবাস্ম আলাদা করা হয় .

প্রেসার ফিল্টারr: চাপশক্তির সাহায্যে ফিল্টার করা হয়

কার্বণ ফিল্টার: এটি কখনও কখনও ব্যবহার করা হয়, কখনও হয় না

ড্রেইন আউট : পাণি বিশুদ্ধ বা নিরাপদ হওয়ার পর ড্রেনের মাধ্যমে বের করে দেয়া হয়


Components of Cement


Components of Cement
Comparison of Chemical and Physical Characteristicsa[23]
[24][25]
Property
Portland
Cement
Siliceous
(ASTM C618 Class F)
Fly Ash
Calcareous
(ASTM C618 Class C)
Fly Ash
Slag
Cement
Silica
Fume
SiO2 content (%)
21.9
52
35
35
85–97
Al2O3 content (%)
6.9
23
18
12
Fe2O3 content (%)
3
11
6
1
CaO content (%)
63
5
21
40
< 1
MgO content (%)
2.5
SO3 content (%)
1.7
Specific surfaceb
(m2/kg)
370
420
420
400
15,000–
30,000
Specific gravity
3.15
2.38
2.65
2.94
2.22
General use
in concrete
Primary
binder
Cement
replacement
Cement
replacement
Cement
replacement
Property
enhancer
aValues shown are approximate: those of a specific material may vary.
bSpecific surface measurements for silica fume by nitrogen adsorption (BET) method,
others by air permeability method (Blaine).