সিঁড়ির ট্রেড ও রাইজারের মাঝে
সম্পর্ক:
বিভিন্ন বিল্ডিং
কোড দ্বারা নির্ধারিত নিয়ম-কানুন মেনে সিড়ি
স্ল্যাবের ট্রেড ও রাইজারের মান নির্ণয় করা
হয়।যেহেতু
স্ল্যাবের ঢাল সাধারণত ২৫ থেকে ৪০ ডিগ্রি এর মধ্যে রাখতে হবে,সেহেতু ট্রেড ও রাইজারের মধ্যকার সম্পর্ক বিশেষভাবে
গুরুত্ব দেওয়া হয়। নিম্নলিখিত নিয়ম অনুসরণ করলে ট্রেড ও রাইজারের সন্তোষজনক
মান পাওয়া যায়।
আমেরিকান কোড অনুযায়ী(American Standard):
ট্রেড + রাইজার=
৪৪ সেমি.
ট্রেড x রাইজার= ৪০০-৪৫০ বর্গসেমি.
ইন্ডিয়ান কোড অনুযায়ী(Indian Standard):
ট্রেড + ২ x রাইজ=৬০ সেমি.
ট্রেড x রাইজার= ৪০০-৪১০ বর্গসেমি.
AcI কোড অনুযায়ী ট্রেড ও রাইজারের সবোর্চ্চ এবং
সর্বনিম্ন মান হচ্ছে:
AcI কোড অনুযায়ী বসতবাড়িতে ব্যবহৃত সিড়ি স্ল্যাবের রাইজারের পরিমাপ ১৫ হতে ১৮ সেমি এবং ট্রেডের পরিমাপ
২৩-২৭ সেমি। পাবলিক বিল্ডিং এ ব্যবহৃত সিড়ি স্ল্যাবের
রাইজারের পরিমাপ ১৪-১৫ সেমি এবং ট্রেডের পরিমাপ ২৫-৩০ সেমি হয়।
ওয়েস্ট স্ল্যাবের ওজন নির্ণয়ের পদ্ধতি:
সিড়ির স্ল্যাবকে
ওয়েস্ট স্ল্যাব বলা হয়।
মনে করি, R=রাইজারের উচ্চতা, সেমি.
T=ট্রেডের প্রস্থ, সেমি.
S=ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব, সেমি.
ওয়েস্ট স্ল্যাবের
ওজন নির্ণয়ের সুত্র= SxR2+T2x
24/T
সিড়ির ধাপের ওজন নির্ণয়ের পদ্ধতি:
ধাপের ওজন
নির্ণয়ের সুত্র হলো W=১২R কেজি/বর্গমিটার
এখানে, R=রাইজারের উচ্চতা
W=ওজন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন