শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

সাধারনত হাইরাইজ বিল্ডিং করতে গেলে পাইলিং করি

সাধারনত হাইরাইজ বিল্ডিং করতে গেলে পাইলিং করি ।

www.facebook.com/useatmognama



কিন্তু কেন করি এই পাইলিং ?? এ প্রশ্নের জবাবে অনেকেই বলবেন
বিল্ডিং মজবুত করার জন্য করি ।
ঠিক আছে মজবুত করার জন্য করেন ।
তবে এর কিছু সঠিক কারন বা উদ্দেশ্য রয়েছে ।
আসুন জেনে নিই , কি কি উদ্দেশ্যে পাইলিং করা হয় ।
১. বিল্ডিং এর লোড বহন করার জন্য ।
২. বিল্ডিং এর চাপে যাতে মাটি সরে না যায় এবং ক্ষয় না হয়ে যায় ।
৩. তীর্যক বল এবং ঘুর্ণন মোমেন্টকে প্রতিরোধ করে ।
৪. বিশেষ করে বালি মাটির ভার বহন করার ক্ষমতা বাড়ায় ।
৫. নরম মাটিতে ঋণাত্নক স্কিন ঘর্ষণের মাধ্যমে বিল্ডিং এর লোড
এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে ।
৬. নরম বা সংকোচনশীল পদার্থের মধ্য দিয়ে
বিল্ডিং এর লোডটাকে মাটির শক্ত স্তরে পাঠিয়ে দেয় ।
৭. ডক, পায়ার, ট্রান্সমিশন টায়ার ও অন্যান্য মেরিন কাঠামো নির্মানের সময় ।
আপনার মাটির অবস্থা যদি ভালো হয়, তাহলে পাইলিং করে অযথা কেন লাখ লাখ টাকা খরচ করবেন ???
তাই বিল্ডিং করার আগে ইঞ্জিনিয়ারের পরামর্শ মত সয়েল টেস্ট করিয়ে
নিন । দেখবেন অযথা পাইলিং এর খরচ থেকে বেঁচে যাবেন ।
এই টেস্ট করতে তো আর আপনার লাখ টাকা লাগবেনা ।
যখন ইঞ্জিনিয়ার কে টাকা দিতে কৃপনতা করেন, তখন তারা পুষিয়ে নিতে
বাধ্য হয়ে মুখস্ত হিসাব মতে পাইলিং করার পরামর্শ দিয়ে থাকেন ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন