মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭

জলছাদ কি?

১ম প্রশ্ন জলছাদ কি?

২য় প্রশ্ন জলছাদ কেন দওয়া হয়?
৩য় প্রশ্ন জলছাদের উপকরন গুলি কিকি?
৪র্থ প্রশ্ন জলছাদ করার প্রক্রিয়া কি?
৫ম প্রশ্ন প্রতি ঘনফুটে কি পরিমান মালামাল লাগে?
১ম প্রশ্নের উত্তর:-
জলছাদ হলো এক প্রকার ছাদ
টপ ছাদের উপর অতিরিক্ত একটা ছাদ ঢালায় দেওয়া হয় তাকে জলছাদ বলে
২য় প্রশ্নের উত্তর:-
এটির প্রধান কাজ হলো টপ ছাদকে ঠান্ডা রাখা, আর স্লোপের মাধ্যমে বৃষ্টির পানি নিস্কাশন করা, আরও টপ ছাদ দিয়ে পানি ছোক করলে তা প্রতিরোধ করার জন্য ইত্যাদি।
৩য় প্রশ্নের উত্তর:-
ইহার প্রধান উপকরন হল চুন সুরকী খোয়া, তবে আরও কিছু জিনিস ব্যবহার হয় যেমন, তেতুল, চিটাগুড়, রসুন, খয়ের ইত্যাদি
৪র্থ প্রশ্নের উত্তর:-
প্রথমে চুন ফোটানো হয় তারপর চুন চালতে হয়, তারপর প্রথমে খোয়া ছাদে সমান ভাবে বিছানো হয়, তার উপর সুড়কী ও সমান ভাবে বিছানো হয়, এবং তার উপর চুন ও সমান ভাবে বিছানো হয়
তারপর ভাল ভাবে মিশাতে হবে শুকনা অবস্থায় তিনটি কাটা দিতে হয়।
এর পর পানি দিয়ে মিশান হয়, এই মাল প্রতিদিন তেতুল ও চিটাগুড় ও রসুন ভেজানো পানি দিয়ে কাটতে হয় বা মিশানো হয়, ৭ থেকে ৮ টা কাটা দিতে হয় যেন মালটা ভালভাবে পচে মাল রেডি হলে ছাদে বিছানো হয়।
এখানে ঢালায়ের আগে স্লোপ হল প্রথম দেখার বিষয়, ভাল করে স্লোপ মেনটেন করে ঢালায় শেষ করতে হবে,
ছাদ শেষ হলে হালট ঢালায় কয়েক দিন পরে দিতে হয়।
এর পর কয়েক দিন পর ছাদ একটু শক্ত হলে পিটানো শুরু করতে হয় ভাল ভাবে পিটানোর পর সিমেন্ট, চুন মিলায়ে তালের ব্রাস দিয়ে ফিনিশিং দেওয়া হয়।
৫ম প্রশ্নের উত্তর:
২৫০০ বর্গফুট ছাদ
জলছাদের পুরুত্ব = ৪"
অনুপাত ২:২:৭
ঢালায়ের পরিমান
= {২৫০০x(৪"÷১২)}
= ৮৩৩.৩৩ ঘনফুট
এখন আমরা জানি
১০০ ঘনফুট ঢালায়ে চুন লাগে ১২.৫০ মন
১০০ ঘনফুট ঢালায়ে চিটাগুড় লাগে ০.৭৫ টিন
১০০ ঘনফুট ঢালায়ে তেতুল লাগে ১.৫০ কেজি
১০০ ঘনফুট ঢালায়ে রসুন লাগে ০.৫০ কেজি
এই হিসাব গুলি বাস্তবে কাজের অভিজ্ঞতা থেকে নেওয়া
ভেজা মসলা = ৮৩৩.৩৩ ঘনফুট
শুকনা মসলা = ৮৩৩.৩৩x১.৫০
= ১২৫০.০০ ঘনফুট
অনুপাত ২:২:৭
অনুপাতের যোগফল (২+২+৭)= ১১
চুন = ১২৫০x২÷১১= ২২৭.২৭ ঘনফুট
সুরকী = ১২৫০x২÷১১= ২২৭.২৭ ঘনফুট
খোয়া = ১২৫০x৭÷১১ = ৭৯৫.৪৫ ঘনফুট
চিটাগুড় = ১২৫০÷১০০x০.৭৫
= ৯.৩৭৫ ~ ১০ টিন
তেতুল = ১২৫০÷১০০x১.৫০
=১৮.৭৫~১৯ কেজি
রসুন = ১২৫০÷১০০x০.৫০
= ৬.২৫ ~ ৭ কেজি

মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭

বিল্ডিং নির্মাণে যে তথ্য গুলো জানা উচিত(সিভিল ইঞ্জিনিয়ারিং)

→১ ব্যাগ সিমেন্ট এ পানি লাগে ২১ লিটার।
→১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১ সিএফটি গাথুনীতে ১০ টি ইট লাগে।
→০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
→ ছলিং এ প্রতিস্কয়ার ফুট এর জন্য ০৩ টি ইট লাগে।
→ ০৯ টি পিকেট ইট দিয়ে ১ সিএফটি খোয়া হয়।
→ ১ টি ইটে খোয়া হয় ০.১১ ঘনফুট।
→১ স্কয়ার ফুট গাথুঁনিতে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ০.০২১ ব্যাগ, বালু লাগে ০.১২ ঘনফুট।
→১ স্কয়ার ফুট ইটের গাথুঁনিতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ০.০২০ ব্যাগ, বালু ০.১২৪ ঘনফুট।
→ ১ ঘনফুট ঢালাইয়ের জন্য ১:২:৪ অনুপাতে সিমেন্ট লাগে ০.১৭২ ব্যাগ,বালু লাগে ০.৪৫ ঘনফুট, খোয়া লাগে ০.৮৮ ঘনফুট।

* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট
দিতে হয়।
বি.দ্র :- প্লাস্টারের ফ্রেশ সাইডে মসলার পুরুত্ব আধা ইন্চি এর রাফ সাইডে মসলার পুরুত্ব পনে এক ইঞ্চি বা ১৫ মিমি . . সিলিং প্লাষ্টারে (১:৩ বা ১:৪) অনুপাতে সিমেন্ট দেয়া যায় । এবং মসলার পুরুত্ব 6 মিমি . বীম এবং কলাম সিলিং এর জন্য ।

→ প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে =
০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।

ইটের মাপ:- প্রচলিত নিয়মে
————++-———++—-—
→ মসলা ছাড়া (৯.৫” x৪.৫” x২.৭৫”)
→ মসলাসহ = (১০” x৫” x ৩”)

কনভার্ট এর জন্য:-
——–++—–——-
10 mm =1 cm
100 cm = 1 m
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.

# রডের হিসাব
———————————————
1″ = 8 suta
1/2″ = 4 suta
1/4″= 2 suta
1/8″ = 1 suta
বি.দ্র:- ১ সুত = ৩.২০ মিলি প্রায়।

# রডের ওজন {(dia x dia) ÷162.2 }÷3.28 = kg
——————————————————–
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।

Engineer-দের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস । আশা করি, আমাদের সাথেই থাকবেন ।
নিচে এর ফ্যান পেজ এর রিভিউ লিংক শেয়ার করলাম। আশাকরি উপকৃত হবেন। চাইলে লাইক এবং রিভিউ দিয়ে আপনিও সংযুক্ত হতে পারেন।
আপনার ছোট একটি লাইক ও রিভিউ আমদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা :)
https:// fb.me/useatmognama

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

অটোক্যাড এর কিবোর্ড শর্টকাট কমান্ড সমূহ




# Function of key : F1-F12 :
Esc = কোন Command কে Cancel করার জন্য ব্যবহার করা হয়।
F1= Help সাহায্য করার জন্য ব্যবহার করা হয়।
F2 = Use Command List ব্যবহারিক দেখার জন্য ব্যবহার করা হয়।
F3 = Osnap on/off (Object) এর বিভিন্ন অবস্থান দেখার জন্য ব্যবহার করা হয়।
F4 = Shut Down Command
F5/F6 = No Need
F7 = Grid on/off
F8 = Other on/off (Line সোজা/বাঁকা করার জন্য ব্যবহার করা হয়)
F9 = Snap on/off (censor এর দুরুত্ব মাপার জন্য ব্যবহার করা হয় Grid এর উপর কাজ করা হয়)
F10 = Polar on/off
F11 = Object Snap (সহজ কাজ) taking on/off (object এর বিভিন্ন অবস্থান দেখার জন্য ব্যবহার করা হয়)
F12 = Command (আদেশ, Angle (কোণ, Distance (দূরত্ব) Show on/off করার জন্য ব্যবহার করা হয়।
Ok = Enter, Spacebar, Mouse Right baton.
For Click = Mouse left baton.
For Wheel = Zoom in/ Zoom out & Push for pan

.................................................. Work ..................................................
Units : একক =  Drawing Units কিভাবে রাখতে চাই মাপের একক Architectural, Engineering, Decimal ইত্যাদি।
প্রত্যেকটা কাজ একের অধিকভাবে করা যায়। অথ্যাৎ অথ কি কি কাজ এবং কিভাবে আনা যায়।
6. Line : রেখা== তিনভাবে আনা যায়।
Keyboard দিয়ে : L লিখে Enter 1st Point Enter Next......Next ইত্যাদি।
Menu Bar এর Draw তে Cleck  করে Line Cleck করতে হবে।

7. Erase : মুছিয়া ফেলা = তিনভাবে আনা যায়।  
Keyboard দিয়ে : অবজেক্ট Erase করতে হলে সিলেক্ট করে অথবা(সিলেক্ট করতে E লিখে Enter) Delete করতে হবে।
Menu Bar এর Modify  তে Cleck  করে Erase Cleck করতে হবে।

8. Select Object : অবজেক্ট নির্বাচন   =
Single : একক  = Object Click করে Single Line Click করলে Select হবে।
Window : জানালা = মাউচ দিয়ে Left পাশ দিয়ে Object এর পুরা অংশ Select করলে Object Select হবে।
Crossing :
উত্তরণ  = মাউচ দিয়ে Right পাশ দিয়ে Object এ স্পশ করলে Object Select হবে।
All : সব = Keyboard দিয়ে :  Ctrl+A দিলে সকল Object Select হবে।
Remove : অপসারণ = ‍Object Select করে E লিখে Enter দিলে Remove হবে।
9. Pan : চাটু = Keyboard দিয়ে : P লিখে দিয়ে মাউচে Click করে দেখা।
10. Zoom Realtime : জুম Realtime = জুম করতে হলে
Keyboard দিয়ে : লিখে ২বার Enter দিতে হবে। তারপর মাউচ এ Click করে ধরে আস্তে আস্তে উপর নিচে করলে ছোট বড় হবে।
Menu Bar এর View তে Click করে Zoom Realtime Clock করে আনতে হবে।
11. Zoom Window : জুম উইন্ডো = অংশ বিশেষ বড় করে দেখা।
Keyboard দিয়ে : Z লিখে Enter দিয়ে Drag করতে হবে।
Menu Bar এর View তে Click করে Zoom Window Clock করে আনতে হবে।

12. Zoom Previous:  জুম পূর্ববর্তী = পূর্বের অবস্থায় ফেরত যাওয়ার জন্য।
Keyboard দিয়ে : Z লিখে Enter দিতে হবে পরে P লিখে Enter দিলে Previous (পূর্ববর্তী) অংশ দেখাবে।
Menu Bar এর View তে Click করে Zoom Previous Clock করে আনতে হবে।

13. Zoom Extents : জুম Extents = Object কে বড় করে দেখার জন্য।
Keyboard দিয়ে : Z লিখে Enter E লিখে Enter দিতে হবে।
Menu Bar এর View তে Click করে Zoom Extents Clock করে আনতে হবে।

14. Zoom All : সব দেখাও = Page সহ সম্পুন পৃষ্ঠা দেখাবে।
Keyboard দিয়ে : Z লিখে Enter দিয়ে A Enter দিতে হবে। তাহলে সহ অবজেক্টে একত্রে দেখা যাবে।
Menu Bar এর View তে Click করে Zoom All Clock করে আনতে হবে।

শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭

Example for fineness modulus of Sand Calculation

Example for fineness modulus of Sand Calculation

Let us say the dry weight of sample = 1000gm
After sieve analysis the values appeared are tabulated below.
Sieve sizeWeight retained (g)Cumulative weight retained(g)Cumulative percentage weight Retained (%)
4.75mm
00
0
2.36mm
100100
10
1.18mm
250350
35
0.6mm
350700
70
0.3mm
200900
90
0.15mm1001000
100
Total
  
275
Therefore, fineness modulus of aggregate =? (cumulative % retained) / 100 = (275/100) = 2.75
Fineness modulus of fine aggregate is 2.75. It means the average value of aggregate is in between the 2nd sieve and 3rd sieve. It means the average aggregate size is in between 0.3mm to 0.6mm as shown in below figure.

Limits of Fineness Modulus for Fine Aggregate

Fineness modulus of fine aggregate varies from 2.0 to 3.5mm. Fine aggregate having fineness modulus more than 3.2 should not considered as fine aggregate. Various values of fineness modulus for different sands are detailed below.
Type of sandFineness modulus range
Fine sand2.2 – 2.6
Medium sand2.6 – 2.9
Coarse sand2.9 – 3.2
Fineness modulus limits for various zones of sand according to IS 383-1970 are tabulated below.
Sieve size
Zone-1
Zone-2
Zone-3
Zone-4
10mm100100100100
4.75mm90-10090-10090-10095-100
2.36mm60-9575-10085-10095-100
1.18mm30-7055-9075-10090-100
0.6mm15-3435-5960-7980-100
0.3mm5-208-3012-4015-50
0.15mm0-100-100-100-15
Fineness modulus4.0-2.713.37-2.12.78-1.712.25-1.35
Read More: Fineness Modulus of Coarse Aggregates and its Calculation