শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
সোমবার, ১ নভেম্বর, ২০২১
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সহকারী উপ-সহকারী প্রকৌশলী
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদনের শেষ তারিখ: ১৫, নভেম্বর ২০২১ইং পর্যন্ত]
শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
আধা বৃত্তাকার সিঁড়ির পরিমাণ গণনা
এটি সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য একটি খুব দরকারী উপস্থাপনা। এই ভিডিও টিউটোরিয়ালে, আপনি শিখবেন কিভাবে আধা গোলাকার সিঁড়ির পরিমাণ ডিজাইন এবং কাজ করতে হয়।
নিম্নলিখিত মাত্রার উপর ভিত্তি করে গণনা করা হয়:-
সিঁড়ির রৈখিক দৈর্ঘ্য
= অজানা বাঁকানো সিঁড়ির দৈর্ঘ্য = অজানা
সিঁড়ির কোমর = 4.5 ফুট
সিঁড়ির কোমরের পুরুত্ব = 0.41 ফুট
সিঁড়ির রাইজার = 6" = 0.5 ফুট
সিঁড়ি = 1'-3" - 1' (এক পাশে এবং বিপরীত দিকে)
ধাপের সংখ্যা = উচ্চতা / এক রাইজার = 10 ফুট / 0.5 ফুট = 20 সংখ্যা
এখন, নিচের মত করে রৈখিক দৈর্ঘ্য নির্ধারণ করতে হবে:-
2 (π x R) 0.50 = 2 (3.142 x 9.5) 0.50 = 29.84 ফুট
তারপর নিম্নোক্তভাবে আনত দৈর্ঘ্য নির্ধারণ করতে হবে:-
√(বেস) 2 + (উচ্চতা) 2
√(29.84)2 + (10) 2
√(890.42) + (100) = √990.42 = 31.47 ফুট
সুতরাং, ঝোঁক দৈর্ঘ্য = 31.47 ফুট
তারপর, আপনাকে নিম্নলিখিত সূত্রটি ব্যবহার করে কোমরের আয়তন খুঁজে বের করতে হবে:-
কোমরের আয়তন = দৈর্ঘ্য x প্রস্থ x পুরুত্ব = 31.47 x 4.5 x 0.41 = 58.062 cft
ধাপের আয়তন = অজানা
প্রস্থ = 1' – 3” – 1' = 1.25 + 1 = 1.125'
এখন, নিম্নলিখিত সূত্র দিয়ে এক ধাপ আয়তন নির্ধারণ করতে হবে:-
এক ধাপ আয়তন = L x W x H / 2 বা দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা / 2 (যেহেতু ধাপগুলো ত্রিভুজাকার আকারে)
= 4.5 x 1.125 x 0.5 / 2 = 1.26 cft
সুতরাং, এক ধাপের আয়তন = 1.26
হিসাবে ধাপের সংখ্যা 20
সুতরাং, মোট ধাপ = 20 x 1.26 = 25.2 cft
মোট আয়তন = কোমরের আয়তন + মোট ধাপের আয়তন
= 58.062 + 25.2 = 83.26 cft
মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
বহদ্দারহাট ফ্লাইওভারের একটি কলাম এ ফাটল দেখা যাচ্ছে
বহদ্দারহাট ফ্লাইওভারের একটি কলাম এ ফাটল দেখা যাচ্ছে । এই ফ্লাইওভার আগেও অনেক প্রাণের ইতি ঘটিয়েছে । এমনিতেই এই শহরে সাধারণ মানুষের জীবনের দাম কমে এসেছে 😞 তাই বড় দূর্ঘটনা সংগঠিত হওয়ার আগে যথাযত কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।
ছবিঃ মুহাম্মদ মহিউদ্দীন
শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
আর মাত্র ৬ দিন বাকি 😍😍 নিয়োগ বিজ্ঞপ্তিঃ কারিগরি শিক্ষা অধিদপ্তর। পদ সমূহঃ বিভিন্ন পদ। পদ সংখ্যাঃ ৩০৯ টি। ঘরে বসে আবেদন করতে চাইলে যোগাযোগঃ ইনবক্স করুন। হোয়াটসঅ্যাপ, ইমু বা কল করুন, 01637882015💞💞 কেয়ার টেকার -৫৪ জন এইস এস সি পাস 🧡 অফিস সহায়ক -১১৭ এস এস সি পাশ ।আর ও অনেক পদ আছে ঘরে বসে আবেদন করতে চাইলে
শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
ইমারত নির্মাণ কাজের চুক্তিনামা লেখার নিয়ম
মো: তৌহিদ রানা, ব্যবস্থাপনা পরিচালক, মিডিয়া কো লিমিটেড, ফার্মগেট, ঢাকা।
প্রথম পক্ষ (মালিক) ………….
মো: মাহবুবর রহমান, প্রোপ্রাইটর, রাজ কনস্ট্রাকশন, ঢাকা।
দ্বিতীয় পক্ষ (ঠিকাদার) …………
কাজের ধরণ: ১০ তলা ভবন নির্মাণ, ঠিকানা: পূর্ব শেওড়াপাড়া, বেগম রোকেয়া স্বরণী, মিরপুর, ঢাকা-১২১৬।
কাজের মূল্য (প্রতি বর্গফুট হিসেবে):
১। বেইজমেন্টের ফ্লোর, ছাদ এবং প্রথম তলার ছাদ নির্মাণের দর প্রতি বর্গফুট ১৭০/- (একশত সত্তর) টাকা।
২। দ্বিতীয় তলার ছাদ থেকে পরবর্তী প্রতিটি ছদের দর নির্ধারিত ১৭০.০০ (একশত সত্তর) টাকা সাথে ৫% (পাঁচ শতাংশ) হারে বৃদ্ধি পাবে।
সময়সীমা: ৩০ মাস। শুরু তারিখ …………………..
শর্তাবলী
প্রথম পক্ষ (মালিক):
১। প্রথম (মালিক) ইট, বালি, সিমেন্ট, রড, পাথরসহ মালামাল সরবরাহ করবেন।
২। সেনেটারি, টাইলস, মোজাইক এবং ইলেকট্রিক এর কাজ মালিকের আওতায় থাকবেন।
৩। নিরাপত্তা দেয়াল (সেপটির জন্য ইষ্টার্চ) দেয়ার জন্য প্রয়োজনীয় মালামাল দিবেন।
৪। পাম্প স্থাপন করবেন।
৫। ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইন টেনে দিবেন।
৬। ঠিকাদার প্রতিষ্ঠানকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অগ্রিম প্রদান করবেন।
৭। অগ্রিম প্রদানকৃত ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা প্রতি তলার ছাদ ঢালাইয়ের সাথে ২০,০০০/- (বিশ হাজার) টাকা করে মোট দশ কিস্তিতে কর্তন বা সমন্বয় করে নিবেন।
৮। মাথাপিছু ৪০০/- (চারশত) টাকা করে খোরাকী প্রদান করবেন।
৯। মোট বিলের মধ্যে প্রতি ছাদ ঢালাইয়ের পর ৫০%, ভিতরের গাথুনির পর ২০%, ভিতরে প্লাষ্টারের পর ১০%, বাহিরের আস্তরের পর ১০% বিল পরিশোধ করবে। বাকি ১০% বিল ভবনের কাজ সম্পূর্ণ হওয়ার পর ২ মাসের মধ্যে পরিশোধ করবেন।
১০। বেইজমেন্টের ফ্লোরের কাজ শেষ হওয়ার পর এর সমুদয় বিল পরিশোধ করবেন।
১১। শ্রমিকদের জন্য বাথরুমসহ থাকার ব্যবস্থা করে দিবেন।
১২। খোয়, খোয়া চালা বহন করবেন।
১৩। সুনির্দিষ্ট কারণ সাপেক্ষে চুক্তি বাতিলের অধিকার সংরক্ষণ করেন। এক্ষেত্রে দ্বিতীয় পক্ষের কোন ওজর আপত্তি থাকবে না।
দ্বিতীয় পক্ষ (ঠিকাদার):
১। দ্বিতীয় পক্ষ কাঠ, বাঁশ, তার, তারকাটা, পলিথিন, প্লেইন সিড, বালতি, ফুলের ঝাড়ু, শলার ঝাড়ু, ফোম কাটার সীট ইত্যাদি নিজ দায়িত্বে এনে কাজ করবেন।
২। কলমে স্টিল সাটার ব্যবহার করবেন।
৩। বাহিরের সাইডে বাঁশ ও মাচা ঠিকাদার বহন করবেন।
৪। রুপুস মেশিন, ভাইব্রোটর মেশিন ও মিক্সার মেশিন নিজ দায়িত্বে আনবেন।
৫। প্রতি তলায় মালামাল (ইট, বালি) বহন খরচ ঠিকাদার বহন করবেন।
৬। প্লাষ্টারের বালি চালতে হবে।
৭। কোম্পানী চাহিদামত কাজ করতে বাধ্য থাকবেন।
৮। ভবনের কাজ ২য় পক্ষ নিজেদের খেয়াল খুশিমত করতে পারবেন না।
৯। ঠিকাদারের অবহেলার কারণে যদি কোন কাজে ভুল হয়, তবে সেটা পূণ:রায় ঠিকাদার কাজটি করে দিতে বাধ্য থাকবে।
১০। কাজ শুরু এবং শেষ করার পর দ্বিতীয় পক্ষের সন্তোষজনক রিপোর্টের পরই ২য় পক্ষের কাজ সঠিক হয়েছে বলে প্রতীয়মান হবে। অন্যথায় তার দায়-দায়িত্ব দ্বিতীয় পক্ষকে বহন করতে হবে।
১১। কাজের সাথে যুক্ত শ্রমিক/ব্যক্তি কোন প্রকার অসামাজিক বা রাষ্ট্রদ্রোহমূলক কোন কাজে জড়িত হতে পারবেন না। জড়িত হলে তার দায়-দায়িত্ব ১ম পক্ষ বহন করবেন না।
১২। ১ম পক্ষের সাথে আলোচনা বা পরামর্শ নিয়ে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে ২য় পক্ষ কাজ করতে বাধ্য থাকবেন।
১৩। ১ম পক্ষ কর্তৃক সরবরাহকৃত কোন মালামালের অপচয় করা যাবে না। অপচয় করলে এবং প্রমাণিত হলে ২য় পক্ষ তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।
১৪। প্রয়োজনীয় মালামাল সরবরাহের পরও যদি কাজ বন্ধ থাকে তবে, তার দায়-দায়িত্ব ২য় পক্ষকে বহন করতে হবে।
১৫। প্রকৌশলী কর্তৃক অনুমোদিত নকশা পরিবর্তন/পরিবর্ধন হলে সে মোতাবেক কাজ করতে হবে। সেক্ষেত্রে কোন আপত্তি থাকতে পারবে না।
১৬। ছাদ ঢালাইয়ের পূর্বে প্রয়োজনীয় সকল জায়গায় কুন্দাইতে (খোদাই করতে) হবে।
১৭। দ্বিতীয় পক্ষ কোন অবস্থাতেই অত্র চুক্তি ভঙ্গ করতে পারবেন না। করলে, আইনত: দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
অদ্য নিম্নস্বাক্ষরকারী স্বাক্ষীগণের উপস্থিতিতে আমরা উভয় পক্ষ স্বেচ্ছায়, সজ্ঞানে, সুস্থ মস্তিস্কে এবং অন্যের বিনাপ্ররোচনায় অত্র চুক্তিপত্রে স্বাক্ষর সম্পাদন করলাম। ইতি। তাং-
প্রথম পক্ষের স্বাক্ষর
মো: তৌহিদ রানা
ব্যবস্থাপনা পরিচালক
মিডিয়া কো লিমিটেড
দ্বিতীয় পক্ষের স্বাক্ষর
মো: মাহবুবর রহমান
প্রোপ্রাইটর
রাজ কনস্ট্রাকশন
স্বাক্ষীগণের নাম ও স্বাক্ষর:
১।
২।
৩।
বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
প্রজেক্ট এর বিস্তারিত বিবরণ খরচ
2000 স্কয়ার ফিট তৃতীয় তলা নিউ মার্কেট দ্বিতীয় তলা তৃতীয় তলা ফ্লাট বাড়ি মোট খরচের পরিমাণ 70 লক্ষ 50 হাজার টাকা
বুধবার, ২০ অক্টোবর, ২০২১
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার বিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে।
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার বিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার বিকেলে এ ফলাফল সমন্বিত ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ফলাফল পাওয়া যাবে ওয়েবসাইট থেকে। https://gstadmission.ac.bd/
মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
রবিবার, ২২ আগস্ট, ২০২১
সেমিপাকা ঘর
ঘরটিতে ২ টি মাষ্টার বেড় রুম ১ কমন বেড় রুম এটি ডাইনিং রুম ড্রয়িং রুম ১ টি ২ টি বেলকনি ১৫০০ স্কয়ার ফিট ঘরটি তে খরচ পড়বে ১০লক্ষ ৫০হাজার টাকা
কলাম ও বিমে হুক বা মাটাম কেন ব্যবহার করা হয়
কলাম ও বিমে হুক বা মাটাম
#শেয়ার করুন
*********************************
সাধারনত বিম এবং কলামে জয়েন্টে বিমে এবং কলামের বটম ইন্ড অর্থাৎ কলামের নিচে হুক বা মাটাম ব্যাবহার করা হয়। কিন্তু কেন এই হুক বা মাটাম ব্যাবহার করা হয় ? এবং কতটূক লেন্থ এর ব্যাবহার করা হয় তা জানবো এই পোস্টে
কলামের হুক বা মাটাম
==================
কলাম এর মেইন রড গুলো কে ভার্টিকাল ভাবে দাড় করিয়ে রাখার জন্যে এবং বিল্ডিং এর সমস্ত লোড কে কলামের মাধ্যমে ফুটিং এ ছডিয়ে দেয়ার জন্যে মেইন রডের বটম এ হুক বা মাটাম দেয়া হয়।
=========================
>> হুক বা মাটামের পরিমান সাধারনত 15D ধরা হয়
অর্থাৎ ২৫ মিমি রড হলে হুকের পরিমান = ১৫*২৫ = ৩৭৫ মিমি
বিমের রডের হুক বা মাটাম
====================
বিমের উপর লোড কিংবা কংক্রিটের শিংক্রেজ এর কারনে মেইন রড কলাম থেকে সরে যেতে চায়। আর হুক বা মাটাম বিমের মেইন রড হুলোকে কলামের সাথে আটকে রাখতে সাহায্য করে। তাই বিমের রডের দু-পাশে ৯০ ডিগ্রি আংগেলে L-আকৃতির করে হুক বা মাটাম দিতে হয়।
বিমে হুক বা মাটামের পরিমান
=====================
>> হুক বা মাটামের পরিমান সাধারনত 10 D ধরা হয়
অর্থাৎ ১৬ মিমি রড হলে হুকের পরিমান = ১০*১৬ = ১৬০ মিমি
#DILBD
-
মো: তৌহিদ রানা, ব্যবস্থাপনা পরিচালক, মিডিয়া কো লিমিটেড, ফার্মগেট, ঢাকা। প্রথম পক্ষ (মালিক) …………. মো: মাহবুবর রহমান, প্রোপ্রাইটর, রাজ কনস্ট...