কলাম ও বিমে হুক বা মাটাম
#শেয়ার করুন
*********************************
সাধারনত বিম এবং কলামে জয়েন্টে বিমে এবং কলামের বটম ইন্ড অর্থাৎ কলামের নিচে হুক বা মাটাম ব্যাবহার করা হয়। কিন্তু কেন এই হুক বা মাটাম ব্যাবহার করা হয় ? এবং কতটূক লেন্থ এর ব্যাবহার করা হয় তা জানবো এই পোস্টে
কলামের হুক বা মাটাম
==================
কলাম এর মেইন রড গুলো কে ভার্টিকাল ভাবে দাড় করিয়ে রাখার জন্যে এবং বিল্ডিং এর সমস্ত লোড কে কলামের মাধ্যমে ফুটিং এ ছডিয়ে দেয়ার জন্যে মেইন রডের বটম এ হুক বা মাটাম দেয়া হয়।
=========================
>> হুক বা মাটামের পরিমান সাধারনত 15D ধরা হয়
অর্থাৎ ২৫ মিমি রড হলে হুকের পরিমান = ১৫*২৫ = ৩৭৫ মিমি
বিমের রডের হুক বা মাটাম
====================
বিমের উপর লোড কিংবা কংক্রিটের শিংক্রেজ এর কারনে মেইন রড কলাম থেকে সরে যেতে চায়। আর হুক বা মাটাম বিমের মেইন রড হুলোকে কলামের সাথে আটকে রাখতে সাহায্য করে। তাই বিমের রডের দু-পাশে ৯০ ডিগ্রি আংগেলে L-আকৃতির করে হুক বা মাটাম দিতে হয়।
বিমে হুক বা মাটামের পরিমান
=====================
>> হুক বা মাটামের পরিমান সাধারনত 10 D ধরা হয়
অর্থাৎ ১৬ মিমি রড হলে হুকের পরিমান = ১০*১৬ = ১৬০ মিমি
#DILBD
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন